ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আফরিনে যেকোনো সময় ঢুকবে তুর্কি বাহিনী: এরদোগান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ১৮ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জানিয়েছেন, চারপাশ থেকে ঘিরে রাখা সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আফরিনে যেকোনো মুহূর্তে তুরস্কের সেনাবাহিনী ঢুকে পড়তে পারে। স্থানীয় সময় শনিবার মার্দিন প্রদেশে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির ষষ্ঠ বার্ষিক কংগ্রেসে তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, আমরা আফরিনে প্রবেশ করতে প্রস্তুত আছি। তাই যে কোনো সময় আমরা এ ব্যাপারে সুখবর দিতে পারবো।

তিনি বলেন, অপারেশন অলিভ ব্রাঞ্চ শুরুর পর সাড়ে তিন হাজারেরও বেশি সন্ত্রাসীকে আফরিন থেকে বের করে দেওয়া সম্ভব হয়েছে। এতে সন্ত্রাসীরা আত্মসমর্পণ, নিহত কিংবা তাদের গ্রেফতারের মুখোমুখি হয়েছে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি থেকে আফরিন থেকে ওয়াইপিজি যোদ্ধাদের তাড়াতে তুরস্ক অপারেশন অলিভ ব্রাঞ্চ শুরু করে। এর পর থেকে দেশটি ২৬৪ স্থানকে মুক্ত করতে সক্ষম হয়েছে।

সূত্র: হারিয়েট ডেইলি নিউজ

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি