ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

মজুমদার বিএবি’র চেয়ারম্যান পুনর্নির্বাচিত

আবদুস সামাদ লাবু ও আনিসুজ্জামান চৌধুরী ভাইস চেয়ারম্যান

প্রকাশিত : ১২:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ২০:০৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশের বেসরকারি ব্যাংকের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান হিসেবে পরবর্তী মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

একইসঙ্গে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ লাবু এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী বিএবি’র ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। আবদুস সামাদ লাবু একুশের টেলিভিশনের ভাইস চেয়ারম্যান। 

গতাকাল বুধবার গুলশানে বিএবি কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের ১৯৬তম নির্বাহী কমিটির সভায় উপস্থিত সব সদস্য স্বতঃস্ফূর্তভাবে তাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি