ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

ডাকসু নির্বাচনের দাবি

আবারও অনশনে ওয়ালিদ আশরাফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ২ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:৪১, ২ এপ্রিল ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে আবারও অনশন শুরু করছেন আলোচিত সেই ওয়ালিদ আশরাফ।

গতকাল রোববার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে এই অনশন শুরু করেছেন তিনি।

ওয়ালিদ আশরাফ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র। এর আগে একই দাবিতে গত বছরের ২৫ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর টানা ১৫ দিনের অনশনে বসেছিলেন এ শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে তিনি অনশন ভাঙেন।

আরও পড়ুন : ডাকসু নির্বাচনের দাবিতে ব্যতিক্রম আন্দোলন!

ওয়ালিদ আশরাফ বলেন, ‘ডাকসুর নির্বাচনের দাবিতে আমি আবারও অনশনে বসতে বাধ্য হয়েছি। আমার প্রত্যাশা ছিল বর্তমান ডিজিটাল সুবিধায় ও প্রশাসনের সহযোগিতায় দ্রুত এই নির্বাচন আয়োজন সম্ভব হবে। কিন্তু বর্তমান তোষামোদী প্রশাসন এক বছরের প্রস্তুতি সময় চেয়ে তার অযোগ্যতাই তুলে ধরেছে। তারা আদালতকে মূল্যায়ন করছে না। যতদিন দাবি আদায় না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবো।’

আরও পড়ুন : ভিসির আশ্বাসে অনশন ভাঙলেন ওয়ালিদ

তিনি আরও বলেন, বর্তমান প্রশাসনের ইন্ধনে ধারাবাহিকভাবে একটি নির্দিষ্ট সংগঠনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের ওপর ক্রমাগত নিপীড়ন চলছে। তাই পরিস্থিতি বিবেচনায়, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এবং ভবিষ্যত প্রজন্মকে আস্থার ছায়া দেয়ার কথা বিবেচনায়, এই প্রশাসনের অপারগতা বিবেচনা করে মহামান্য রাষ্ট্রপতির বলিষ্ঠ পদক্ষেপ প্রার্থনা করছি।’

উল্লেখ্য, ২০১৮ সালের ১৭ জানুয়ারি হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচনের ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি