আবারও বিতর্কের মুখে পড়েছেন ট্রাম্প
প্রকাশিত : ২১:২১, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২১:২১, ২০ ফেব্রুয়ারি ২০১৭
সুইডেনে অভিবাসী ইস্যুতে সংঘর্ষ নিয়ে মন্তব্য করে আবারও বিতর্কের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রলয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে সুইডিশ সরকার।
স্থানীয় সময় রোববার টুইটার বার্তায় ট্রাম্প দাবি করেন, ফক্সনিউজে প্রচারিত প্রতিবেদনের ভিত্তিতে তিনি ওই মন্তব্য করেছিলেন। হোয়াইট হাউস জানায়, নির্দিষ্ট কোনো ঘটনা নয়, ট্রাম্প অপরাধ বেড়ে যাওয়ার কথা বলেছেন। শনিবার এক সমাবেশে সুইডেনের অভিবাসীদের গ্রহণের ব্যাপক সমালোচনা করে সংঘর্ষের কথা তুলে ধরেন ট্রাম্প। যদিও এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে সুইডেন। দেশটির সরকারি তথ্য বলছে, ২০০৫ সাল থেকে সুইডেনে অপরাধ কমছে। সম্প্রতি প্রায় ২০ লাখ শরণার্থী গ্রহণের পরও এই ধারা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন