ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আবুধাবিতে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ২৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার আবুধাবির বিমানবন্দরে দা সাম্মাদ-৩ ড্রোন দিয়ে তিনটি হামলা চালানো হয়েছে। এতে সেখানে বিমান চলাচল ব্যাহত হয়েছে বলে আল মাশিরাহ টেলিভিশন জানিয়েছে।

তবে হুতিদের হামলার দাবি অস্বীকার করে আমিরাত জানিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম প্রতিদিনের মতোই স্বাভাবিক ছিল। এর একদিন আগে হুতি বিদ্রোহীরা বাব আল মানদেব প্রণালীতে দুটি তেলবাহী জাহাজে হামলা চালায়। ফলে লোহিত সাগরের ওই পথ দিয়ে তেল পরিবহন বন্ধ রাখতে বাধ্য হয়েছে সৌদি আরব।

টুইটারে আবুধাবি বিমানবন্দর জানিয়েছে, সরবরাহ বাহনে একটি সমস্যা দেখা দিয়েছে। কিন্তু তাতে তাদের কার্যক্রমে কোনো প্রভাব ফেলতে পারেনি। কিন্তু সমস্যাটি হামলার প্রভাবে হয়েছে কিনা তা পরিষ্কার করেনি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি