ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

আমদানি রফতানি শুরু হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে

প্রকাশিত : ২০:৪১, ১০ জুলাই ২০১৬ | আপডেট: ২০:৪১, ১০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ঈদের ছুটির পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়েছে। বন্দরে ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য। ব্যবসায়ী সংগঠন বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সরকারী ছুটির সঙ্গে মিল রেখে ১ থেকে ৯ জুলাই পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ ঘোষনা করলেও এনবিআর ঈদের ছুটি কমিয়ে ৪ জুলাই নির্ধারণ করে। পরে ৫ অবশ্য ৫ দিন বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়। এদিকে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া আসা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি