ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

আমন রোপনে ব্যস্ত কৃষক (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৪, ১ আগস্ট ২০১৯

বন্যার পানি নামতে শুরু করেছে। আর রংপুর অঞ্চলের পাঁচ জেলার কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছেন আমন রোপনে। কৃষি সম্প্রসারন বিভাগ বলেছে, বন্যায় কিছুটা সমস্যা হয়েছে। তবে, এ অঞ্চলে ধানের চারার  সংকট নেই।
এবারের বন্যায় রংপুর কৃষি অঞ্চলের পাঁচ জেলা রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও লালমনিরহাটে আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। রোপন করা আমনের চারা কয়েকদিন পানিতে ডুবে থাকায় নষ্ট হয়ে গেছে। 
বেশীর ভাগ এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করায় কৃষকরা আবারও জমি তৈরী করে চারা রোপন শুরু করেছেন। আমন ধানের চারা রোপন করা যাবে আগষ্টের মাঝামাঝি পর্যন্ত। 
কৃষি কর্মকর্তা বলেছেন, বন্যায় সমস্যা হয়েছে, তবে ধানের চারার কোন সংকট নেই। এবার ব্রি ৫১ জাতের ধান আবাদেও পরামর্শ দেয়া হচ্ছে। কারন এ জাতটি পানি সহিষ্ণু। আমনের ভালো ফলনও আশা করছে কৃষি বিভাগ। 
রংপুর কৃষি অঞ্চলের পাঁচ জেলায় চলতি মৌসুমে ৫ লাখ ৬ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষের লক্ষ্য নির্ধারন করেছে কৃষি বিভাগ। 


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি