ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল রেহামকে বিয়ে করা: ইমরান খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ৩ আগস্ট ২০১৮ | আপডেট: ১৮:৫৮, ৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

রেহামকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বলে মন্তব্য করেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া ইমরান খান। সম্প্রতি ইমরান খান সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন রেহাম। এর প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

ইমরান খান বলেন, আমি এটা বলব যে, আমি জীবনে যে ভুলগুলো করেছি তার মধ্যে আমার দ্বিতীয় বিয়ে সব থেকে বড় ভুল।

নির্বাচনের আগেও রেহাম ইমরান খান সম্পর্কে নানা তীর্যক মন্তব্য করেছেন। এ নিয়ে একটি বইও লিখেছেন রেহাম।

নির্বাচনের আগে ইমরান খান সম্পর্কে সমালোচনা করলেও পাকিস্তানের সাধারণ নির্বাচনে অবশ্য খুব একটা প্রভাব ফেলতে পারেনি। জনগণ ইমরান খানকেই শেষ পর্যন্ত নির্বাচিত করেছে।

আগামী ১১ আগস্ট পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে ইমরানের।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি