ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

আমার দেশ পত্রিকার সম্পাদকের মুক্তির দাবি জানিয়েছেন মির্জা ফখরুল

প্রকাশিত : ১৮:৪০, ২৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৪০, ২৩ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে  মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আয়োজিত আলোচনায় মির্জা ফখরুল সম্প্রতি বন্ধ করে দেয়া ৩৫টি অনলাইনও মুক্ত করে দেয়ার দাবী জানান । তৃনমূল পর্যায়ের নেতা-কর্মীরা মামলা-হামলার ভয়ে নিজের আস্তিত্ব টিকিয়ে রাখতে রাজধানীতে হকারী এবং রিক্সা চালাতে বাধ্য হচ্ছে বলে অভিযোগ করেন ফখরুল। দেশ রক্ষায় নিজেদের অধিকার ফিরে পেতে অন্যায়ের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি