ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

আমের গাছগুলো এখন মুকুলে ভরা

প্রকাশিত : ১১:৩২, ১২ মার্চ ২০১৭ | আপডেট: ১১:৩২, ১২ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

শহর থেকে গ্রাম-গঞ্জে আমের গাছগুলো এখন মুকুলে ভরা। গবেষকরা বলছেন, গাছে বিপুল পরিমান মুকুল আসার মতো আবহাওয়া বিরাজ করছে। এবার দেশে ৮০ ভাগেরও বেশি গাছে মুকুল আসবে বলে আশা করছেন তারা। বসন্তের আগমনে গাছে গাছে আমের মুকুল জানান দিচ্ছে মধুমাসের আগমনী বার্তা। মেহেরপুরে আমের বাগানগুলোতে মুকুলের শোভায় হাসি ফুটেছে মালিকদের। তবে ফলের গুটি যেন ঝরে না পড়ে, সেজন্য গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। চাঁপাইনবাবগঞ্জে আবহাওয়াগত কারনে মুকুল আসে একটু দেরিতে। কৃষি বিভাগ বলছে, ইতোমধ্যে ১৫ শতাংশের বেশি গাছে মুকুল এসেছে। এদিকে মাটি ও পরিবেশগত কারণে সাতক্ষীরার আম অনেক বেশী সুস্বাদু। অন্যান্য জেলা থেকে এখানকার আম আগে পাকায় এর চাহিদা দেশের গন্ডি পেরিয়ে বেড়েছে বিদেশের বাজারেও। আমের মকুলের হোপার পোকা দমনে কিটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন কৃষিবিদরা। এছাড়া বাগানে সেচ না দেয়ারও পরামর্শ তাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি