ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

আরও কয়েকদিন ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ১৫ জুন ২০১৭ | আপডেট: ১৮:১৬, ১৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম ও রাঙ্গামাটি সহ সারাদেশে আরও কয়েকদিন ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ আবুল কালাম জানান, বর্ষা মৌসুম হওয়ায় জুন এবং জুলাই মাসে সারাদেশেই থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভবনা আছে। তবে আগামী দুই থেকে তিন দিন পার্বত্য অঞ্চলে ভাড়ি বৃষ্টি হওয়ার সম্ভবনা আছে উল্লেখ করে এই আবহাওয়াবিদ বলেন, ভাড়ি বৃষ্টির ফলে পাহাড় ধ্বসের সম্ভবনা রয়েছে বলেও জানান তিনি। এই সব অঞ্চলে কোন সতর্ক সংকেত না থাকলেও সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি