ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের গাউসিয়া শাখার উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ৩০ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:০৮, ৩০ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৪৯তম শাখা হিসেবে গাউসিয়া শাখার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। রবিবার ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে শাখাটির শুভ উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


এআইবিএল ঢাকা সাউথ জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মঞ্জুর হাসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। গাউসিয়া শাখার ব্যবস্থাপক মো. আবু তাহের উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


প্রধান অতিথির বক্তব্যে পরিচালক ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক মানুষের সেবায় কাজ করে যাচ্ছে, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় এ ব্যাংক।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি