ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

আল কায়েদার সঙ্গে পৃথক হওয়ার ঘোষণা দিয়েছে নুসরা ফ্রন্ট

প্রকাশিত : ১০:২১, ২৯ জুলাই ২০১৬ | আপডেট: ১০:২১, ২৯ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সঙ্গে পৃথক হওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়ার অন্যতম শক্তিশালী ইসলামী বিদ্রোহী দল নুসরা ফ্রন্ট। ফ্রন্টের নেতা আবু মোহাম্মদ আল জুলানি এক ভিডিও বার্তায় এ তথ্য জানান। দলের নাম পরিবর্তন করে এখন জাভাত ফাতেহ আল-শাম রাখা হয়েছে। আল জুলানি বলেন, দু’দলের সংযোগের বিষয়টির জন্য পশ্চিমা শক্তিগুলো সিরিয়ায় বোমা হামলা চালাচ্ছে। তাই আল কায়েদার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করেছে দলটি। তবে এ ঘোষণার পরও নুসরা ফ্রন্ট সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফ্রন্টের নতুন পরিচিতি তৈরি এবং গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি কৌশল হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি