ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

আ.লীগের সংসদীয় দলের বৈঠক শুরু, কে হচ্ছেন রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ৭ ফেব্রুয়ারি ২০২৩

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বহুল আলোচিত সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।  আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করছেন।

এই বৈঠক থেকেই পরবর্তী রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত হতে পারে, এমন ইঙ্গিতও পাওয়া গেছে।

এই একাদশ জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় আওয়ামী লীগের প্রার্থীই হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি। তাই অনেকেই এ বৈঠককে রাষ্ট্রপতি মনোনয়ন দেয়ার বিশেষ বৈঠক হিসেবে মনে করছেন। 

জানা গেছে, রাষ্ট্রপতি পদে যারা আলোচনায় রয়েছেন, তারা হলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

উল্লেখ্য , আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১২ ফেব্রুয়ারির মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

তবে একাধিক প্রার্থী থাকলে ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি