ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

আলেপ্পো থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে

প্রকাশিত : ০৯:৩৫, ১৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৩৫, ১৯ ডিসেম্বর ২০১৬

শেষ পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত আলেপ্পো থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের নতুন চুক্তির অংশ হিসেবে তাদেরকে সরিয়ে নেয়া হচ্ছে। বাস ও অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাদেরকে সরকার নিয়ন্ত্রিত এলাকায় আনা হচ্ছে। এরই মধ্যে আড়াইশ’রও বেশি বেসামরিক লোককে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে। অপেক্ষমান রয়েছে আরো প্রায় সহ¯্রাধিক মানুষ। গেল বৃহস্পতিবার আলেপ্পো থেকে বেসামরিক নাগরিক ও বিদ্রোহীদের সরিয়ে নেওয়ার সুযোগ বাতিল করে সিরীয় সরকার।  ২০১২ সাল  থেকেই পূর্ব আলেপ্পো বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। সম্প্রতি সরকারি বাহিনী আলেপ্পোর বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ নিলে বিদ্রোহীরা কোণঠাসা হয়ে পড়ে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি