ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

আশুলিয়ায় ডাকাতদের আহত ৫, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

প্রকাশিত : ১৩:৩৩, ২৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৩৩, ২৩ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতদের হামলায় ৫ জন আহত হয়েছেন। নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে ডাকাতরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জামগড়া এলাকার হযরত আলীর ৬তলা বাড়ির তৃতীয় তলায় তার নিজ ফ্লাটে হানা দেয় ডাকাতরা। হযরত আলী জানান, প্রথমে তিনজন যুবক তার বাড়িতে প্রবেশ করে। এর পর পরই ৬ থেকে ৭ জন অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে ফেলে। তাদের বাধা দিতে গেলে ৫ জনকে পিটিয়ে আহত করে। পরে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায় ডাকাত দল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি