ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

আশুলিয়ায় সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১৬:৫৭, ১১ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:৫৭, ১১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

আশুলিয়ায় একটি ভাড়া বাড়ির সেপটিক ট্যাংক থেকে আনোয়ারা বেগম নামে এক গৃহবধূর অর্ধগলিত মৃতদেহ পাওয়া গেছে। গেলো রোববার রাতে গোহাইলবাড়ি এলাকার একটি বাড়ি থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, লিটন সরকারের ভাড়া বাড়ির ভেতর থেকে পচা গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ঈদের ছুটিতে বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা গ্রামের বাড়ি চলে যাওয়ায় বাড়িটি ফাঁকা ছিল। পারিববারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে জানায় পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি