ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

আসাদকে সামলাতে হবে রাশিয়াকেই: মার্কেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৭, ২৮ আগস্ট ২০১৮

সিরিয়ায় সব ধরণের রাসায়নিক হামলা বন্ধ ও নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কাজটি রাশিয়াকেই করতে হবে। আর মানবাধিকার লঙ্ঘনসহ নানা ইস্যুতে আসাদকে থামাতে হবে রুশ প্রেসিডেন্ট পুতিনকেই। এমনটাই বলছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।

জার্মান চ্যান্সেলর মার্কেলের মুখপাত্র স্টেফেন সাইবার্ট জানিয়েছেন, গত সপ্তাহে বার্লিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে সিরিয়া পরিস্থিতি নিয়ে কথা হয়েছে মার্কেলের৷ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর প্রভাব খাটিয়ে ইদলিবে হামলা বন্ধে বাধ্য করার অনুরোধও পুতিনকে করেছেন মার্কেল।

সাইবার্ট সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে পুতিনের সঙ্গে কথোপকথনের বিষয়টি জানিয়েছেন মার্কেল৷ তিনি জানান, ‘‘সিরিয়ার সরকারকে চাপ দিয়ে পরিস্থিতি আরো খারাপের দিকে যাওয়া ঠেকাতে রাশিয়াকে অনুরোধ করা হয়েছে৷``

আসাদ ২০১৫ সালে রুশ সামরিক সহায়তায় বিদ্রোহীদের দখল থেকে সিরিয়ার বিশাল এলাকা পুনরুদ্ধার করেছেন। বর্তমানে দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ অঞ্চল সরকারি বাহিনীর দখলে৷ সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ আইয়ুব রোববার জানিয়েছেন যে, আসাদ ইদলিবের দখল নিতে বদ্ধপরিকর৷ আইএসের বিরুদ্ধে যুদ্ধের নামে ইউফ্রেটিস নদীর পূর্ব পাশে নিজেদের অবস্থান ধরে রাখতেই সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করছে বলেও তাঁর অভিযোগ৷

এদিকে শুক্রবারও মস্কো সফরে গিয়ে সিরিয়াকে ইদলিবে ‘সেনা আক্রমণের` ব্যাপারে সতর্ক করে দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট চাভুসোগলু৷ প্রায় ৩৫ লাখ মানুষ আটকে পড়েছেন তুরস্কের সীমান্তবর্তী সিরীয় শহর ইদলিবে৷ ইদলিবে বেশকিছু বিদ্রোহী গ্রুপকে সহায়তা করে তুরস্ক৷ সেখানে বেশ কয়েকটি সামরিক পর্যবেক্ষণ কেন্দ্রও স্থাপন আছে দেশটির৷ অন্যদিকে ইদলিবের দক্ষিণ-পূর্বের অংশ আছে আসাদবাহিনীর নিয়ন্ত্রণে৷

তবে রাশিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে সুনর্দিষ্ট মন্তব্য জানা না গেলেও শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মন্তব্য অনেকটাই স্পষ্ট করেছে দেশটির অবস্থান৷ তাঁর আশংকা, ইদলিবে বেসামরিক নাগরিকদের মধ্যে লুকিয়ে আছে ‘সন্ত্রাসীরা`৷

সিরিয়া সংকট নিরসনে আসছে সপ্তাহে রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানির সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান ত্রিপাক্ষিক বৈঠকে বসবেন বলে জানিয়েছে একটি তুর্কি টেলিভিশন৷ ইরানের তিবরিজে বৈঠকটি হওয়ার কথা৷

সূত্র: ডয়েচে ভেলে

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি