ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আসিফার ঘটনায় দুই বিজেপি মন্ত্রীর পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ১৭ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের জম্মু কাশ্মীরের কোয়ালিশন সরকার থেকে বিজেপির দুই মন্ত্রী পদত্যাগ করতে যাচ্ছেন। এরইমধ্যে ওই দুই মন্ত্রী বিজেপির কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে বিজেপির কৌশল নির্ধারক রাম মাধব তাদেরকে আগামী বৈঠক শুরু হওয়ার আগে পদত্যাগ করার জন্য আহ্বান জানান।

জানা গেছে, কাশ্মীরে ক্ষমতাসীন মেহবুবা মুফতির দল পিডিএফের সঙ্গে জোট বেঁধে সরকার গঠনে যায় বিজেপি। তবে তাদের পদত্যাগে কোয়ালিশন সরকারে কোন প্রভাব পড়বে না বলে জানা গেছে। জম্মুর ৮৯ আসনের ২৫টিতে জয় পায় বিজেপি। অন্যদিকে পিডিএফ ২৮টি আসনে জয়লাভ করে।

বনমন্ত্রী লালসিং ও শিল্পমন্ত্রী চন্দ্র প্রকাশ গঙ্গা গত সপ্তাহে মেহবুবার সরকার থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। শিশু আসিফা বানু ধর্ষণ ও হত্যার ঘটনায় ওই দুই মন্ত্রী অভিযুক্তদের পক্ষ নেওয়ায় পুরো দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ওই দুই মন্ত্রীর সমালোচনা করেন।

সূত্র: এনডিটিভি
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি