ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

আস্তানা থেকে পালাতে ঘরের দেয়াল ভাঙার চেষ্টা করেছিল জঙ্গিরা

প্রকাশিত : ১০:৪৩, ২৭ জুলাই ২০১৬ | আপডেট: ১০:৪৩, ২৭ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

কল্যানপুরে সুরক্ষিত জঙ্গি আস্তানা থেকে পালাতে ঘরের দেয়াল ভাঙার চেষ্টা করেছিল জঙ্গিরা। এতে নেতৃত্ব দেয় দুই জঙ্গি, এদের একজন আহত অবস্থায় গ্রেফতার হলেও অন্যজন পালিয়ে যেতে সক্ষম হয়। এলাকাবাসী জানান ছাত্র বেশে ওই ঘর ভাড়া নেয়া হলেও রাতভর সেখানে চলতো নানা পরিকল্পনা। এদিকে এমন ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসি। কল্যানপুরের জাহাজ বিল্ডিং নামে পরিচিত এ বাসাতেই ছিল জঙ্গি ঘাঁটি। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয়ে ঈদের পর বাসা ভাড়া নিয়ে আস্তানা গড়ে তারা। ভুতুরে এই বাসাটিতে ভাড়াটিয়ারা কখন আসে কখন যায় তা ঠিক মতো বোঝা যায় না বলে জানালেন এই প্রতিবেশী। ঘটনার রাতেও কম্পিউটারে কাজ করছিলেন এই প্রত্যক্ষদর্শী। এমন সময়ই জঙ্গিরা তাদের আস্তানার দেয়াল ভেঙে নয়জনকে বের করার চেষ্টা করছিল বলে জানান তিনি। এই ভবনের ঘরগুলো জঙ্গিদের ব্যাবহারের উপযুক্ত বলে জানিয়েছেন এলাকাবাসী। এলাকায় জঙ্গিদের এমন আস্তানা থাকায় আতঙ্কে দিন কাটছে আশপাশের বাসিন্দাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি