ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

আয়কর পেশাজীবী নিবন্ধনের ফল প্রকাশ : উত্তীর্ণ ৮১৪৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৮, ১২ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:১৭, ১২ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

আয়কর পেশাজীবী (আইটিপি) নিবন্ধন-২০১৭ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় ১৬ হাজার ১০৩ জনের মধ্যে ৮ হাজার ১৪৯ জন উত্তীর্ণ হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ বৃহস্পতিবার এ ফলাফল প্রকাশ করেছে।

এর আগে ১৫ সেপ্টেম্বর রাজধানীর ৫টি কলেজে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফলাফল অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

এনবিআর সূত্র জানায়, আইটিপি হিসেবে নিবন্ধন দেয়ার জন্য এনবিআর গত ২৭ ফেব্রুয়ারি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে। গত ৩১ মার্চ আবেদনের সময় সীমা শেষ হয়।

আয়কর আইনজীবী হতে ব্যাপক সাড়া মিলেছে। এ সময়ের মধ্যে গত ২২ হাজার ৩৮৬টি আবেদনপত্র জমা পড়ে। প্রাথমিক বাছাই শেষে কাগজপত্রে ত্রুটি থাকা ও আবেদনের শর্ত পূরণ না হওয়ায় ৩৯৭ জনের আবেদনপত্র বাতিল করা হয়। লিখিত পরীক্ষায় ১৬ হাজার ১০৩ জন অংশ নেয়।

ফলাফল এনবিআরের ওয়েবসাইট বা এ লিঙ্কে পাওয়া যাবে- http://nbr.gov.bd/uploads/public-notice/ITP_pub_result.pdf

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি