ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

আয়কর পেশাজীবী হলেন ৭,২৯৯ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ২৭ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

আয়কর পেশাজীবী (আইটিপি) নিবন্ধন-২০১৭ লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে ৭ হাজার ২৯৯ জন পাস করেছে। বৃহস্পতিবার রাতে মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ১২ অক্টোবর লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী ১৬ হাজার ১০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ১৪৯ জন উত্তীর্ণ হয়েছে। পরে আরও ৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

কর অঞ্চল-১ থেকে কর অঞ্চল-১৫, বিসিএস (কর) একাডেমি ও কর পরিদর্শন পরিদপ্তরে ১৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ১৫ সেপ্টেম্বর রাজধানীর ৫টি কলেজে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান উত্তীর্ণ সকলকে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন জানান।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি