ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আয়কর মেলায় দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছে এনবিআর কর্তৃপক্ষ

প্রকাশিত : ১৫:৪৬, ৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৩, ৩ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

আয়কর মেলায় সাধারণ মানুষ যেভাবে সাড়া দিয়েছে, তা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছে এনবিআর কর্তৃপক্ষ। আর সহজে কর দিতে পেরে খুশি সাধারণ মানুষ। গত দুইদিনে কর পাওয়া গেছে প্রায় সাতশ’ ২৫ কোটি টাকা। আয়কর মেলার তৃতীয় দিনে ছিল চোখে পড়ার মত ভীড়। রাজধানীর আগারগাঁওয়ের নির্মাণাধীন রাজস্ব ভবন এলাকাজুড়ে চলছে ৭দিন ব্যাপি আয়কর মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলছে মেলার কার্যক্রম। নারী, মুক্তিযোদ্ধা সিনিয়র নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় প্রথমবারের মত ই-পেমেন্ট ও ই-ফাইলিং এর মাধ্যমেও আয়কর রিটার্ন জমা দেয়া যাচ্ছে। সারাদেশের ৪৮ জেলার ৫১টি স্পটে আয়কর মেলা চলছে।সচেতনতার পাশাপাশি নতুন করদাতা সৃষ্টি এবং একই সাথে করপ্রদানে জটিলতা কমাতে মেলা সহায়ক হবে বলে মনে করছে এনবিআর কর্তৃপক্ষ।www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে কর দেয়া যাবে ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি