ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ইংলাককে ফেরাতে মরিয়া জান্তা সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে দেশে ফেরাতে যুক্তরাজ্য সরকারের আবেদন জানিয়েছে দেশটির জান্তা সরকার। থাইল্যান্ডের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা ২০১৪ সালে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। পরে সরকারের চাল ক্রয়সংক্রান্ত প্রকল্পে দুর্নীতিতে অভিযুক্ত হওয়ার পর ২০১৭ সালের আগস্টে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এক মাস পর তার অনুপস্থিতিতে দেশটির আদালত দুর্নীতির অভিযোগে সাবেক এ প্রধানমন্ত্রীকে পাঁচ বছরের কারাদণ্ড ঘোষণা করেন।

ইংলাককে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে লন্ডনে নিযুক্ত থাই দূতাবাস ব্রিটিশ সরকারের কাছে একটি চিঠি পাঠিয়েছে। এতে বলা হয়, থাইল্যান্ডের নাগরিক ইংলাক সিনাওয়াত্রা যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। থাই সরকার তাকে ইংল্যান্ড থেকে নিজ দেশে প্রত্যাবাসনের অনুরোধ করছে। থাইল্যান্ডের সঙ্গে ব্রিটিশ সরকারের প্রত্যাবাসন চুক্তি থাকলেও এ ব্যাপারে দেশটির দায়িত্বশীল কোনো পক্ষই মন্তব্য করতে রাজি হয়নি।

সূত্র: নিউইয়র্ক টাইমস
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি