ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ইংল্যান্ডে ফিরতে চান রোনালদো!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৮, ৫ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:৫২, ৫ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতেই তারকাখ্যাতি পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই ইংল্যান্ডের প্রতি অন্যরকম একটা টান সবসময় কাজ করে তার।

এরপর রিয়াল মাদ্রিদে এসে নিজের প্রতিভাকে আরো বিকশিত করেন। তাই ভবিষ্যতে সুযোগ পেলে ইংল্যান্ডে ফিরতে কোনো সমস্যা নেই বলে জানালেন এই তারকা।

গত মাসে কর ফাঁকি মামলায় আদালতে হাজিরা দেয়ার সময়ই ইংল্যান্ডে ফেরার ইঙ্গিত দেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা।

এক স্প্যানিশ রেডিও স্টেশনের বরাত দিয়ে গোল ডটকম জানায়, আদালতকে নাকি রোনালদো বলেছিলেন, ইংল্যান্ডে আমি কখনোই (কর ফাঁকি সংক্রান্ত) সমস্যায় পড়িনি। এজন্যই আমি ইংল্যান্ডে ফিরে যেতে চাই।

 

আর/ডব্লি্উএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি