ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ইইউকে ৪ হাজার কোটি পাউন্ড প্রস্তাব করবে বৃটেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৯, ২১ নভেম্বর ২০১৭ | আপডেট: ২১:০৩, ২১ নভেম্বর ২০১৭

ব্রেক্সিট ইস্যুতে ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু হলে ‘বিচ্ছেদ বিল’ বাবদ চার হাজার কোটি পাউন্ড দেয়ার প্রস্তাব করবেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। সোমবার তেরেসা মের সভাপতিত্বে আয়োজিত মন্ত্রিপরিষদ সভায় এ সিদ্ধান্ত আসে।

ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেনকে বের করে আনার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তেরেসা মে। ব্রেক্সিট আলোচনা নিয়ে যে অচলাবস্থার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেক্ষেত্রে অগ্রগতি হয়েছে বলে দাবি করা হয় ওই সভা থেকে। ব্রাসেলসকে (ইউরোপীয় ইউনিয়নকে) বৃটেন যে আর্থিক ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছিল তা প্রায় দ্বিগুণ করতে সম্মত হন সোমবারের বৈঠকে উপস্থিত মন্ত্রীরা।

বৈঠকে মন্ত্রীদের সঙ্গে তেরেসা মে একমত হন যে, গ্রহণযোগ্য পটপরিবর্তন ও মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়টি নিশ্চিত করতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

 

আর/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি