ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ইউনিলিভারের নতুন নির্বাহী কেদার লেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ৮ মার্চ ২০১৮

ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কেদার লেলে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এক জমকালো অনুষ্ঠানে কেদার লেলেকে স্বাগত জানানো হয়।

এর আগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ছিলেন কামরান বকর। খুব শিগগিরই তিনি কামরান বকরের স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে। ইন্ডিয়ান স্কুল অব বিজনেস (আইএসবি) থেকে এমবিএ পাশ করা কেদার লেলের বিজ্ঞাপন, ইন্টারনেট ব্যবসা, দ্রুত বর্ধনশীল ভোগ্যপণ্যের বিক্রয় ও বিপণনে দীর্ঘ ১৯ বছরের অভিজ্ঞতা রয়েছে।

কামরান বকর ক্যারিয়ারের দীর্ঘ ২৭ বছর ইউনিলিভার বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন। এখন থেকে তিনি প্রতিষ্ঠানটির নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে সরকারি, বেসরকারি, বহুজাতিক ও উন্নয়ন সংস্থা, বিদেশি দূতাবাস এবং গণমাধ্যমের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: প্রেস বিজ্ঞপ্তি
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি