ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ইউপিডিএফ এর খাগড়াছড়ি জেলার সাবেক সমন্বয়কের বাড়ি থেকে ৮০ লাখ টাকা উদ্ধার

প্রকাশিত : ১৮:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর খাগড়াছড়ি জেলার সাবেক সমন্বয়ক প্রদীপন খীসা’র বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৮০ লাখ টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত খাগড়াছড়ি জেলা সদরের জামতলী এলাকায় প্রদীপন খীসা’র বাড়িতে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি’র সদস্যরা যৌথভাবে অভিযান চালান। তবে, এ’সময় প্রদীপন খীসাকে বাড়িতে পাওয়া যায়নি। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে টাকা, চাঁদার রশিদ, খরচের হিসাবসহ গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি