ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ইউরো ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও পর্তুগাল

প্রকাশিত : ১৮:৪২, ১০ জুলাই ২০১৬ | আপডেট: ১৮:৪২, ১০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

ইউরো ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ফ্রান্স আর রোনালদোর পর্তুগাল। <ংঃৎড়হম>রোববার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে শিরোপার লড়াই। স্বাগতিক দেশের বাড়তি সুবিধা নিয়ে তৃতীয় ইউরো জয়ের স্বপ্ন দেখছে ফ্রেঞ্চরা। আর প্রথমবারের মত মর্যাদাবান এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলার স্বপ্নে বিভোর পর্তুগাল। প্রথম ১৯৮৪ সালে, এরপর ২০০০ সালে দ্বিতীবারের মত ইউরোর শিরোপা ঘরে তোলে ফ্রান্স। প্রথমবার প্লাতিনি এবং পরে নায়ক জিনেদিন জিদান। এবার তৃতীয়বার স্বপ্নের ইউরো জয়ের হাতছানি। দিদিয়ের দেশমের শিষ্যরা সেমিতে জার্মানকে ২-০ গোলে উড়িয়ে শিরোপার সুভাস পাচ্ছেন। সুপারম্যান খ্যাত অ্যান্থোনি গ্রিজম্যান ছাড়াও পল পগবাসহ টুর্নামেন্ট জুড়ে একাধিক খেলোয়াড় ঝলক দেখিয়েছেন। পর্তুগাল শক্তিশালী প্রতিপক্ষ হলেও ফাইনালে আগের ম্যাচগুলোর ধারাবাহিকতা ধরে রাখতে উম্মুখ দলের প্রত্যেক সদস্য। এদিকে, ২০০৪ সালে নিজ দেশে শিরোপার কাছাকাছি গিয়েও গ্রীসের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় পর্তুগালের। এক যুগ পর আবারো দারুন সুযোগ স্বপ্ন পূরনের। টুর্নামেন্টের শুরুর দিকে ভাল করতে না পারলেও ধীরে ধীরে নিজেদের সামর্থের প্রমান দেন পর্তুগীজরা। স্বাগতিকদের বিপক্ষে সাফল্য পাওয়া কঠিন হলেও হাল ছাড়তে নারাজ ন্যানি-রোনালদোরা। দুই দলের আগে ২৪ মোকাবেলায় ফ্রান্সের ১৮ জয়ের বিপরীতে পর্তুগাল জয় পেয়েছে মাত্র ৫ ম্যাচে। ড্র হয় ১টি ম্যাচ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি