ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ইতালিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৮

প্রকাশিত : ১৫:২০, ২৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:২০, ২৭ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

শক্তিশালী ভূমিকম্পে ইতালিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৮ জনে। চলছে শোক পালন। বুধবার বিকেলের পর আর কোন মৃতদেহ পাওয়া যায়নি। তবে, উদ্ধার কার্যক্রম চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, নিহতদের স্মরণে শুরু হয়েছে শোক কর্মসূচি। দেশব্যাপী অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। প্রথমদিন আরকোয়াটা রাজ্যে শোকানুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। গত মঙ্গলবার রাতে ইতালিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় তিন বিদেশী নাগরিকসহ ২৭৮ জন। আহত ৩৮৮ জন হাসপাতালে ভর্তি। গৃহহারা হয়েছে দুই হাজারের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি