ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ইনানী সমুদ্র সৈকতে উদ্ধার ডলফিনটি মারা গেছে

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০১, ২৩ আগস্ট ২০২২

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক সমুদ্র সৈকতে উদ্ধার হওয়া জীবিত ডলফিনটি মারা গেছে। মঙ্গলবার বিকালে ডলফিনটি মারা যায়। এর আগে দুপুরে ইনানীর পাটুয়ারটেক থেকে কিছুদুর সমুদ্র সৈকতে ভেসে আসলে জীবিত অবস্থায় ডলফিনটি উদ্ধার করা হয়। ভেসে আসা ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। 

মঙ্গলবার বিকেল চারটার দিকে ডলফিনটি মারা যায় বলে জানিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুম বিল্লাহ জানান, আজ দুপুরের দিকে ইনানী পাটুয়ার টেক সমুদ্র সৈকতে একটি ডলফিন দেখতে পান স্থানীয় জেলেরা।

খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে সেখানে দায়িত্বরত বীচ কর্মীদের পাঠানো হয়। পরে বীচ কর্মীরা ডলফিনটি জীবিত দেখতে পেয়ে সাগরে ছেড়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু, ডলফিনটি আবার তীরে ফিরে আসে। তবে ডলফিনের পেট ও শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্নি আছে। যার কারণে ডলফিনটি দুর্বল হয়ে যায়। এই জলজ প্রাণীটিকে বীচ কর্মীদের হেফাজতে রাখা হয়। পরে বিকেলে এটি মারা যায়।

সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানান, ডলফিন উদ্ধারের খবর পেয়ে ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ শরীফের নেতৃত্বে একদল বৈজ্ঞানিক ডলফিনের শরীর পরীক্ষা করে। পরে ডলফিনটি ইনস্টিটিউটের পরীক্ষাঘারে নিয়ে আসা হয়।

তিনি জানান, ডলফিনটি কেন মারা গেল তার ময়নাতদন্ত হবে সমুদ্র গবেষণা ইন্সটিটিউটে এবং ডলফিনটি সংরক্ষণ করা হবে।
কেআই// 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি