ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

ইনামুল বারীই থাকছেন বিমানের চেয়ারম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ২৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

তৃতীয়বারের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হয়েছেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী। আজ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইনামুল বারী সহ মোট ১৩ জনের মধ্যে ১১ জন আগের পর্ষদের এবং নতুন ২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে নতুন পর্ষদ গঠন-সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে প্রধানমন্ত্রীর সত্যায়ন শেষে মঙ্গলবার সেটি মন্ত্রণালয়ে আসে। সেখানে সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীকে চেয়ারম্যান করে ১৩ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন- জ্যেষ্ঠ সচিব (অর্থ) মাহবুবুর রহমান, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব, এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান, সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিব-উল আলম, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাঈম হাসান, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, ইমারজিন রিসোর্সেস লিমিটেডের চ্যাটার্ড অ্যাকাউন্টেট নূর-ই খোদা আব্দুল মবিন ও বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি