ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ইন্টারনেটের অপব্যবহারও কম নয়: তারানা হালিম

প্রকাশিত : ১৮:৪৯, ৮ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:৪৯, ৮ মার্চ ২০১৭

ইন্টারনেট সুবিধা যেমন জ্ঞ্যানের অবারিত ভূবন তেমনি এটির অপব্যবহারও কম নয় বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ডিজিটাল বাংলাদেশ সাইবার অপরাধ’ শীর্ষক আন্তর্জাতিক এই কর্মশালার সমাপনী দিনে তিনি এ মন্তব্য করেন। বিটিআরসি ও কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার যৌথ আয়োজনে ডিজিটাল বাংলাদেশ সাইবার অপরাধ’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালার শেষদিনে অংশ নেয় ১০ স্কুলের শিক্ষার্থীরা। মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেয় তারা। আলোচনায় উঠে আসে সাইবার নিরাপত্তার বিভিন্ন দিক। পরে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ইসলামের অপব্যাখ্যা দিয়ে সাইবার অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এব্যাপারে বসাইকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি