ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ইন্দোনেশিয়ার পর্যটন নগরী লম্বোক উপদ্বীপে ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩১ জনে দাঁড়িয়েছে। এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, আটকাপড়াদের উদ্ধারে এখনো কাজ চালিয়ে যাচ্ছে দেশটির উদ্ধারকারী বাহিনী।

বুধবার (০৮ আগস্ট) সকাল থেকে তৃতীয় দিনের মতো শুরু করা হয় উদ্ধার অভিযান। সংশ্লিষ্টদের আশঙ্কা, হয়তো এখন আর কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব নয়। উল্লেখ্য, রোববার দেশটির লম্বোক দ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে আহত হন কয়েকশ মানুষ। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় লম্বোক ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র বালি দ্বীপের বহু স্থাপনা। ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা। এখনও বিদ্যুৎহীন রয়েছে দ্বীপ দুটি। এদিকে এখনো ধ্বংসপ্রাপ্ত কয়েকটি বাড়িতে উদ্ধার অভিযান শুরু করতে পারেনি উদ্ধারকারীরা। তবে ঝূঁকির কারণে এতদিন ত্রান সামগ্রী পৌঁছানো সম্ভব না হলেও আজ থেকে শুরু হয়েছে ত্রাণ বিতরণ।

সূত্র: গার্ডিয়ান

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি