ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ১৬ ডিসেম্বর ২০১৭

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ৭ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জাভার একটি অংশে সুনামি সতর্কতা জারি করা হলেও ঘণ্টা দুয়েক পরে তা তুলে নেওয়া হয়।

ভূমিকম্পে কিয়ামিস এলাকায় ৬২ বছরের এক ব্যক্তিসহ দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি।

ভূমিকম্পের এপিসেন্টার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তাসিকমালয়া শহরের ৪৩ কিলোমিটার দূরে ছিলো বলে জানিয়েছে ভূমিকম্প ইন্দোনেশিয়ান মেটিয়রলজি এজেন্সি ।

ভূমিকম্পের কারণে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে হোটেল ছেড়ে রাস্তায় নেমে আসেন। স্থানীয় বাসিন্দারাও রাস্তায় বেরিয়ে পরে।

ভৌগোলিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় ভূমিকম্প বা সুনামি প্রায় আঘাত হানে। ২০০৪ সালে ইন্দোনেশিয়ায় ৯ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প ও সুনামির আঘাতে কয়েক হাজার মানুষ নিহত হন। ২০১৭ সালের জানুয়ারিতেও ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিলো।

সূত্র : সিএনএন।

একে// এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি