ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে পালিত পবিত্র লাইলাতুল কদর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ২৩ জুন ২০১৭ | আপডেট: ১৪:২৩, ২৩ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে পালিত হলো পবিত্র লাইলাতুল কদর। মহান আল্লাহ’র সন্তুষ্টির আশায় রাতভর নামাজ ও জিকির-আজগার মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র কুরআন শরীফ অবতীর্ণের মহিমান্বিত এ রাতকে হাজার বছরের চেয়েও উত্তম হিসেবে অভিহিত করা হয়। 

লাইলাতুল কদর। পবিত্র রমজান মাসের এই রাতেই নাজিল হয় ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফ।

মুসলমানদের কাছে মহিমান্বিত রাত লাইলাতুল কদর। এর অর্থ- মহাত্ম বা সম্মান।

রমজান মাসের শেষ দশ দিনের বে-জোড় রাত্রিগুলোর যেকোন একটি লাইলাতুল কদর বা মহিমান্বিত রাত। এই রাতে জীবনের সব পাপ মোচনের জন্য আল্লাহর দরবারে আকুল আবেদন করেন তার বান্দারা।

আল্লাহর নৈকট্য লাভের আশায়, এই রাতে মুসলমানরা আদায় করেন নফল নামাজ, তেলাওয়াত করেন পবিত্র কোরআন শরীফ, পাঠ করেন দোয়া- দরুদ।

পবিত্র লাইলাতুল কদরকে কেন্দ্র করে সারারাতই মসজিদে ইবাদত বন্দেগিতে করে পার দেন ধর্মপ্রান মুসলমানরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি