ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

ইবিতে ‘গ্রীন চাইল্ড’ এর উদ্যোগে বৃক্ষরোপণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ২৮ আগস্ট ২০১৯ | আপডেট: ১৭:৪৯, ২৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিবেশ ভারসাম্য রক্ষায় সেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন চাইল্ড’ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এলাকায় বৃক্ষরোপণ করে এ কর্মসূচী পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচীটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার, প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল প্রমূখ।

উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে পরিবেশ ভারসাম্য রক্ষায় প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল পরিচালিত গ্রীন চাইল্ড সংগঠনটি স্কুল কলেজের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে বৃক্ষরোপণ কর্মসূচী পরিচালনা করে আসছে। সংগঠনটি এ পর্যন্ত প্রায় ১০ লক্ষ চারা বিতরণ করেছে।

 টিআর/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি