ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

ইবির আবাসিক এলাকায় সন্দেহভাজন ২ যুবক আটক

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৯, ২০ এপ্রিল ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক এলাকা থেকে চোর সন্দেহে ২ যুবককে আটক করেছে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা।

শনিবার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করেন দায়িত্বরত সিকিউরিটি ইনচার্জ মোঃ আব্দুস সালাম ও খলিলুর রহমান। 

আটককৃতরা হলেন কুষ্টিয়ার পূর্ব মজমপুর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে জীবন (৩০) ও মিলনের ছেলে শান্ত (৩২)।

জানা যায়, দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে আজ শনিবার চালু হয় ইবির কার্যক্রম। তবে ক্যাম্পাস খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় দুপুরের মধ্যেই ক্যাম্পাস ফাঁকা হয়ে যায়। এ সুযোগে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে চুরি করতে আসে ২ যুবক৷ তবে সংরক্ষিত এলাকায় ঢুকে কিছু চুরির আগেই সিকিউরিটি ইনচার্জ তাদের পাকড়াও করে প্রক্টর অফিসে নিয়ে যান। 

পরবর্তীতে তাদের ইবি থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়৷

সিকিউরিটি ইনচার্জ আবদুস সালাম বলেন, ইতোপূর্বেও আমাদের কোয়ার্টারে বিভিন্ন সময় ফ্যান, ট্যাপ, শাওয়ার চুরি হয়েছে। ওই ২ জন যখন কোয়ার্টারে ছিল তখন আমরা হাতেনাতে তাদের ধরেছি৷ তাদের উদ্দেশ্য ছিল সুনসান পরিবেশে চুরি করে সব নিয়ে যাওয়া৷

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, যেহেতু এগুলো রাষ্ট্রীয় সম্পদ, তাই আমরা রেজিস্ট্রার বরাবর ফরোয়ার্ড করেছি এবং তাদেরকে পুলিশে সোপর্দ করেছি। বাকিটা প্রশাসন দেখবে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি