ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ইবির শেখ হাসিনা হলের বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৮, ৮ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হলে অবস্থানরত বহিরাগত ও অন্য হলের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আবাসিক শিক্ষার্থীদের নিজ নামের বরাদ্দকৃত সিটে অবস্থানের নির্দেশ দিয়েছে হল প্রশাসন।

শনিবার (৭ সেপ্টেম্বর) হল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ মর্মে একটি নোটিশ জারি করে হল কর্তৃপক্ষ। 

নোটিশে বলা হয়, শেখ হাসিনা হলের সকল আবাসিক ছাত্রীদের নিজ নামের বরাদ্দকৃত সীটে অদ্য ৭ সেপ্টেম্বর হতে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হলে অবস্থান করতে বলা হল এবং বহিরাগত ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।

হলের ছাত্রীরা বলেন, মাস্টার্সের অনেক শিক্ষার্থী এক সিটে ডাবলিং করে থাকে। কিন্তু রাজনৈতিক সুপারিশে জুনিয়র অনেকে সিঙ্গেল সিটে। আবার অনেকে অবৈধ সিটে থাকেন। এটি আসলে মেনে নেওয়া যায় না। 

তারা আরও জানান, হলের নিয়মানুযায়ী যার যার সিটে সে থাকুক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি