ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ইমরান খানকে পরামর্শ দিলো চীনা গণমাধ্যম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ২৭ জুলাই ২০১৮ | আপডেট: ১৯:০৬, ২৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি পাকিস্তানি অনুষ্ঠিত হওয়া নির্বাচনে এগিয়ে থাকা তেহরিক-ই-ইনাসফের প্রধান ইমরান খান গতকাল বৃহস্পতিবার এক ভক্তৃতায় বলেন, পাকিস্তানকে উন্নত করা হবে।

এ সময় তিনি বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্ব দেন। পরে তার বক্তব্য বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লে প্রতিক্রিয়া আসতে থাকে।

এর মধ্যে চীনের গণমাধ্যমগুলোর মধ্যে সার্বাধিক প্রচারিত গ্লোবাল টাইমসের এক বরাতে বলা হয়েছে যে, পাকিস্তানের নতুন সরকারের সাথে চীন সরকার তাদের উন্নয়ন মূলক কাজ চালিয়ে যাবেন।  

ওই প্রতিবেদনে চীন কর্তৃক পাকিস্তানের ৬২ বিলিয়ন ডলার ইনভেস্ট করার বিষয়ে উল্লেখ করা হয়। এ সময় তারা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের (সিপিইসি) মধ্যকার উন্নয়ন মূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে উল্লেখ করা হয়।

পাকিস্তানের নতুন সরকারকে চীন-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে আরো বেশি বিচক্ষণতার পরিচয় দিতে পরামর্শ দিয়েছে ওই প্রতিবেদনে।

এসময় অতীতে চীন-পাকিস্তান সম্পর্ক নিয়ে পশ্চিমা মিডিয়ার বাড়াবাড়ির বিষয়েও সজাগ থাকতে বলা হয়েছে।   

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন বলা হয়েছে যে, সিপিইসি-এর ক্ষেত্রে ইমরান খান নমনীয়তা প্রকাশ করেছে।

নির্বাচনে সংখ্যাগরিষ্টতা লাভ করার পর পিটিআই-এর চেয়ারম্যান ইমরান খান তার বক্তৃতায় চীন ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট, ইরান, সৌদিআরব ও অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক জোড়দার তুলার কথা বলেন।

 

সূত্র: দ্যা নিউজ ইন্টারন্যাশনাল।

 

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি