ইমরান খানের ভোট দেওয়া নিয়ে বিতর্ক
প্রকাশিত : ২২:৩১, ২৫ জুলাই ২০১৮

পাকিস্তান নির্বাচন কমিশনের নিয়ম লঙ্ঘন করে ভোট দিয়েছেন বলে অভিযোগ উঠেছে তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান৷
প্রিসাইডিং আধিকারিকের সামনেই ভোট দিয়েছেন তিনি ৷ এ জন্য ইমরান খানকে নোটিস দিয়েছে নির্বাচন কমিশন৷
এদিকে আজকের নির্বাচনে পাকিস্তানবাসীকে নির্ভয়ে ভোট দেওয়ার কথা জানিয়েছেন মালালা ইউসুফজাই৷ এক ট্যুইটে তিনি পাক নারীদেরকে ভোটের অধিকার প্রয়োগ করার কথা বলেন।
অপরদিকে নির্বাচন চলাকালীন কোয়েটায় আত্মঘাতী বিস্ফোরণ, নিহত হয়েছেন অন্তত ৩১ জন৷ আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন৷ কোয়েটার ইস্টার্ন বাইপাসের কাছে আত্মঘাতী বিস্ফোরণে মৃতের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হয়েছে।
খাইবার পাখতুনখোয়ায় সাবি জেলায় ভোট ঘিরে সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জন৷ আহত হয়েছে অনেকেই। নিহতদের মধ্যে একজন পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ বা পিটিআইয়ের সমর্থক ছিলেন৷
পকিস্তানের হাই ভোল্টেজ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে শেষ হয়েছে সন্ধ্যা ৬টায়। ৪০ হাজার পুলিশ সহ ৩ লাখ ৭১ হাজার সেনা নির্বাচনে মোতায়েন করা হয়েছিল।
পাকিস্তান ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ১০.৫ কোটি রেজিস্টার্ড ভোটার রয়েছে৷ এ নিয়ে ২৭২ তম সাধারণ নির্বাচনের মুখোমুখি হলো পাকিস্তানবাসী৷ ১৯৭০ সাল থেকে পাকিস্তানে সাধারণ নির্বাচনের সূত্রপাত হয়।
একনজরে পাক জাতীয় নির্বাচন
*জাতীয় সংসদ ও প্রাদেশিক আইনসভা মিলে ৮৪৯টি আসনে ভোট।
*১১৮৫৫জন প্রার্থী।
*জাতীয় সংসদে আসন ২৭২।
*প্রাদেশিক আইনসভায় আসন ৫৭৭।
*জাতীয় সংসদের মোট ৬০ আসন সংরক্ষিত(মহিলাদের জন্য)।
*২৭২টি আসনে সরাসরি ভোট।
*পাঞ্জাবে পড়ছে ১৪১ টি আসন।
*সিন্ধ প্রদেশে ৬১ আসন।
*খাইবার পাখতুনখোয়ার ৩৯টি আসন।
*বালোচিস্তানে আছে ১৬টি আসন।
*উপজাতি অধ্যুষিত এলাকার (ফাটা) ১২টি আসন।
*জাতীয় রাজধানী (ইসলামাবাদ) সংলগ্ন ৩টি আসন।
*সংখ্যালঘুদের জন্য ১০ টি আসন রয়েছে৷
এমএইচ/
আরও পড়ুন