ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

কাশ্মীর ইস্যু

ইমরানকে সংযতভাবে কথা বলার পরামর্শ ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ২০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

কাশ্মীর ইস্যুতে সংযতভাবে কথা বলতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পরপরই ইমরান খানকে ফোন করেন ট্রাম্প। হোয়াইট হাউজের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্প বলেন, জম্মু-কাশ্মীরে উত্তেজনা প্রশমনে উত্তপ্ত বাক্য পরিহার করা উচিত। এসময়, দু’পক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানান ট্রাম্প।

এ সপ্তাহে দ্বিতীয়বারের মতো ট্রাম্প-ইমরানের টেলিফোনে কথা হলো। এর আগে, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে নরেন্দ্র মোদি জানান, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানসহ কিছু দেশের নেতারা সন্ত্রাস ও সহিংসতাকে উস্কে দিচ্ছে। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি