ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ইমরানের জীবনী নিয়ে সিনেমা ‘কাপ্তান’ মুক্তি পাচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ১২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ক্রিকেট মাঠ থেকে শুরু করে রাজনীতি জীবনে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জীবন কেমন ছিল?

কিভাবে কেটেছে তার যৌবন কাল?  ক্রিকেটের বণার্ঢ্য জীবন। কেমন ছিল তার পারিবারিক জীবন?

ইমরান খানকে নিয়ে যাদের কৌতুহল রয়েছে তারা এখন সহজেই রুপালি পর্দায় তার জীবন সম্পর্কে জানতে পারবেন।

কেননা তাকে নিয়ে নির্মিত সিনেমা ‘কাপ্তান’ শিগগিরই দেশটির হলগুলোতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কাপ্তানে ইমরানের চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানের তরুণ অভিনেতা আবদুল মান্নান। তিনি বলেন, ছবির ৬০ শতাংশই ইমরানের ব্যক্তিগত জীবন নিয়ে।

জেমাইমার সঙ্গে তার প্রেমের সময়টাও তুলে ধরা হয়েছে ছবিতে। জেমাইমার চরিত্রে অভিনয় করেছেন ওয়াজুদ সিনেমা খ্যাত সাঈদা ইমতিয়াজ।

এদিকে বুধবার এক প্রতিবেদনে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, নির্মিত হওয়ার পর প্রায় ছয় বছর ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।

উল্লেখ্য, সিনেমাটির প্রথম টিজার মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। ওই সময় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে আটকে যায়।দলের ক্যাপ্টেন হিসেবে ১৯৯২ সালে পাকিস্তানকে এনে দেন ক্রিকেট বিশ্বকাপ।

 

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি