ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ইমরানের বিজয়ের গ্যাজেট জারি করলো ইসিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২০, ৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানে গত ২৫ জুলাই এর সাধারণ নির্বাচনে ইমরান খানের বিজয়ের গ্যাজেট নোটিফিকেশন জারি করেছে দেশটির নির্বাচন কমিশন। ইলেকশন কমিশন অব পাকিস্তান ইসিপি ইমরানের নিজ আসন লাহোর এনএ-১৩১ এ বিজয়ের জন্য এই নোটিফিকেশন জারি করে। ঐ আসনে ইমরানের প্রতিদ্বন্দ্বি পিএমএল-এন প্রার্থী সাদ রফিক এর দায়ের করা এক মামলায় এতদিন গ্যাজেট প্রকাশ হয়নি।

সাধারণ নির্বাচনের পর ঐ আসনে নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করে লাহোর উচ্চ আদালতে মামলা করেছিলেন সাদ রফিক। এর প্রেক্ষিতে লাহোর উচ্চ আদালতের বিচারক মামুনুর রশিদ শেখ ঐ আসনের ভোট পুনরায় গণনার আদেশ দেন। এর কারণে গত ৭ আগস্ট ইমরানের পক্ষে গ্যাজেট প্রকাশের কথা থাকলেও তা প্রকাশ করেনি ইসিপি।

তবে আজ বৃহস্পতিবার লাহোর উচ্চ আদালতের এই রায় স্থগিত করার আদেশ দেয় দেশটির সর্বোচ্চ আদালত। ফলে গ্যাজেট প্রকাশে আর বাঁধা না থাকায় আজই গ্যাজেট প্রকাশ করে ইসিপি।

ইমরান খানের আসন ছাড়াও আরও দুইটি জাতীয় নির্বাচনের আসন এবং দুইটি প্রাদেশিক নির্বাচনের আসনে জয়ী হওয়া প্রার্থীদের পক্ষ্যে গ্যাজেট জারি করেন।

সূত্রঃ ডন

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি