ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ইমরানের সাথে সাক্ষাৎ করলেন জাতিসংঘের দেশটির স্থায়ী প্রতিনিধি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৬, ৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাৎ করেছেন জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোথি। গতকাল রবিবার ইমরানের বানিগালার ব্যক্তিগত বাসভবনে সাক্ষাৎ করেন মালিহা। এসময় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য পিটিআই প্রধানকে অভিনন্দন জানান মালিহা লোথি।

মালিহা ছাড়াও সাম্প্রতিক সময়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খানের সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, ব্রিটিশ দূতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এছাড়াও টেলিফোন বার্তায় ইমরানের সাথে কথা বলেছেন চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ভারতের রাষ্ট্রপ্রধানগণ।

গত ২৫ জুলাই এর সাধারণ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পেয়ে জয় লাভ করে পাকিস্তানের প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খান। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট বদ্ধ হয়ে সরকার গঠন করতে হচ্ছে তাকে।

ইতিমধ্যে প্রধানমন্ত্রী হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে ইমরান খানের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ আগস্ট শপথ নিতে পারেন ইমরান খান।

সূত্রঃ ডন

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি