ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ইরাকে মার্কিন আগ্রাসনের সমালোচনা করলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ১০ অক্টোবর ২০১৯

যুদ্ধবিধ্বস্ত ইরাকে ২০০৩ সালে সংঘটিত মার্কিন আগ্রাসনের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে আমেরিকার জড়ানো কোনোভাবেই উচিত নয়। বুধবার কয়েকটি টুইটবার্তায় এসব কথা বলেন ট্রাম্প। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, শত শত বছর ধরে চলা মধ্যপ্রাচ্যের সংঘাতমতয় পরিস্থিতিতে আমেরিকার সেনা পাঠানোর সিদ্ধান্ত ছিল ইতিহাসের নিকৃষ্টতম ভুল। 

ট্রাম্প বলেন, “মধ্যপ্রাচ্যের আইনশৃঙ্খলা রক্ষা এবং যুদ্ধের পেছনে আট ট্রিলিয়ন ডলার খরচ করেছে আমেরিকা। আমাদের হাজার হাজার মহান সেনা মারা গেছে এবং আহত হয়েছেন। এর বিপরীতে লাখ লাখ সাধারণ মানুষকে প্রাণ দিতে হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে যাওয়াটা আমাদের দেশের ইতিহাসের নিকৃষ্টতম ভুল। আমরা সেখানে একটি মিথ্যা এবং ভুল প্রেক্ষাপটে যুদ্ধে গিয়েছি। 

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরাকে কোনো গণবিধ্বংসী মারণাস্ত্র ছিল না। আমরা এখন ধীরে ধীরে এবং অত্যন্ত সতর্কতার সাথে আমাদের সেনাদেরকে দেশে ফিরিয়ে আনছি। বড় কোনো দৃশ্যপটে আমরা গুরুত্ব দিচ্ছি। আমেরিকা আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী বলেও মন্তব্য করেন তিনি।
  
সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পর্কে ট্রাম্প বলেন, সেখান থেকে মাত্র ৫০ জন সেনা সরিয়ে নেয়া হয়েছে। সেখানে শত শত বছর ধরে বিভিন্ন গ্রুপের মধ্যে লড়াই চলছে। মধ্যপ্রাচ্যের এসব সংঘাতে জড়িয়ে যাওয়া আমেরিকার উচিত না।
 
টুইটবার্তায় দায়েশ-বিরোধী যুদ্ধে আমেরিকার জড়িত হওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেন ট্রাম্প।

সূত্রঃ পার্সটুডে
আই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি