ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ইরাকে হেলিকপ্টার বিধ্বস্ত, মার্কিন জোটের এক সেনা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ২০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ইরাকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের এক সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ সোমবার কোয়ালিশন জোট এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি একটি সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নেওয়ার সময় বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারে অবস্থান করা সেনারা মারাত্মকভাবে আহত হন। পরে তাদের একজনের মৃত্যু হয়।

এদিকে আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে বলে জানা গেছে। উল্লেখ্য, ২০১৪ সাল থেকেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ইরাকে কার্যক্রম চালিয়ে আসছে। ইরাকি বাহিনীকে সহায়তা করার জন্য তারা কাজ করছেন।

সূত্র: আনাদুলো নিউজ
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি