ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ইরাকের ফালুজা শহর পুনরুদ্ধারের দাবি সরকারি বাহিনীর

প্রকাশিত : ১১:০৩, ১৮ জুন ২০১৬ | আপডেট: ১১:০৩, ১৮ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ইরাকের ফালুজা শহরের অধিকাংশ এলাকা আইএসের হাত থেকে পুনরুদ্ধারের দাবি করেছে দেশটির সরকারিবাহিনী। সেদেশের সময় শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষনে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি জানান, মার্কিন বিমান হামলার সহযোগিতায় শহরটির প্রায় ৮০ শতাংশ এলাকা দখলে নিয়েছে ইরাকি বাহিনী। এরইমধ্যে শহরের মূল সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা ওড়ানো হয়েছে। তবে এখনও বেশি কিছু এলাকায় যুদ্ধ চলছে বলে জানিয়েছে সেনা কর্মকর্তারা। এদিকে শহরটিতে প্রায় ১৫ হাজারেরও বেশি মানুষ আটকা পড়ে আছে, যাদের অধিকাংশই মানবেতর জীবন-যাপন করছে বলে দাবি করেছে নরওয়ে ভিত্তিক শরণার্থী সংস্থা- এনআরসি। ২০১৪ সাল থেকে শহরটি আইএসের দখলে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি