ঢাকা, মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬

ইরানের সঙ্গে ব্যবসা করলে ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ১৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১০:১৯, ১৩ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তার এই পদক্ষেপ ইরানে তিন সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে আরো বাড়তি মাত্রা যোগ করবে।

সোমবার (১২ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন। ইরানের ওপর চাপ আরও বাড়াতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা যেকোনো দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। অবিলম্বে এটি কার্যকর। আর এই আদেশ চূড়ান্ত।’

তবে কীভাবে ‘ইরানের সঙ্গে ব্যবসা করা’ সংজ্ঞায়িত করা হবে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। এই সিদ্ধান্তের কারণে কোন দেশের আমদানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সে সম্পর্কেও অতিরিক্ত তথ্য জানায়নি হোয়াইট হাউস।

অর্থনৈতিক তথ্যভান্ডার ট্রেডিং ইকোনমিকস বলছে, ইরানের প্রধান বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলো হলো চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ তৃতীয় সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে এ পদক্ষেপ তেহরানের ওপর চাপ বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

এই নতুন শুল্ক আরোপের ঘোষণা আসে এমন এক সময়, যখন ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা ঘটলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সোমবার বলেন, বিমান হামলাসহ সামরিক বিকল্পগুলোর পরিকল্পনা এখনো ‘টেবিলে রয়েছে’।

এদিকে, ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনাভিযানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৪৮ জনে দাঁড়িয়েছে। নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআরএনজিও) সোমবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৮ বছরের নিচে ৯ জন রয়েছে। গত ১৬ দিনের বিক্ষোভে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পাশাপাশি হাজার হাজার মানুষ আহত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এর আগের দিন রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘এইচআরএএনএ’ ইরানের বিক্ষোভে ৫৪৪ জন নিহত হওয়ার তথ্য দেয়। একই সঙ্গে সংস্থাটি জানায়, এ সময়ের মধ্যে ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের কয়েকটি বাজারে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ছোট ছোট বিক্ষোভের মাধ্যমে এই আন্দোলনের সূচনা হয়। পরে তা সারা দেশে ছড়িয়ে পড়ে। মূল্যবৃদ্ধি, তীব্র মুদ্রাস্ফীতি ও রিয়ালের দরপতনের কারণে ক্ষুব্ধ তরুণ সমাজ ও সাধারণ মানুষ টানা রাস্তায় নামতে থাকে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি