ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ইসরাইল-প্যালেস্টাইনের দীর্ঘদিনের সংকট মোকাবেলায় বিশ্বনেতাদের ভূমিকা নেয়ার দাবি

প্রকাশিত : ১৭:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বৈশ্বিক সন্ত্রাস দমন, শরণার্থী সংকট নিরসন আর ইসরাইল-প্যালেস্টাইনের দীর্ঘদিনের সংকট মোকাবেলায় বিশ্বনেতাদের ভূমিকা নেয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। জাতিসংঘের সাধারণ পরিষদে তৃতীয় দিনে বক্তৃতায় তারা এই আহ্বান জানান। বিশ্বব্যাপী নানা সমস্যা মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান নেতারা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের তৃতীয় দিনে বক্তৃতা করেন ইসরাইল, ইরাক-ইরানসহ ৩৬ দেশের নেতা। বক্তব্য রাখেন প্যালেস্টাইনের প্রেসিডেন্টও। এবারো ইসরায়েল-প্যালেস্টাইনে সংকট নিরসনের দাবি উঠে। জাতিসংঘের কাছে সমাধান নয়, সরাসরি দু’পক্ষের আলোচনার কথা বলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামেন নেতানিয়াহু। অন্যদিকে, প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যেকোন মূল্যে আগামী বছরের মধ্যে ইসরাইলি দখলদারিত্বের অবসান চান। বিশ্বব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ার জন্য নাইন-ইলেভেন পরবর্তী যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নীতিকে দায়ী করে ইরান। মধ্যপ্রাচ্য আর উত্তর আফ্রিকায় চলমান সহিংসতা দমনে ঐক্যের আহ্বান ছিল প্রেসিডেন্ট হাসান রুহানির কণ্ঠে। শরণার্থী সংকট নিয়ে সোচ্চার হয় গ্রিস, সার্বিয়া, এল সালভেদরসহ বেশ কয়েকটি দেশ। এছাড়া, লিবিয়ায় চলমান রাজনৈতিক সংকট নিরসনসহ যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্কের বিষয়টিও উঠে আসে আলোচনায়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি